ভগবানগোলা রেল স্টেশনের বর্তমান রূপ
আমাদের সবার প্রিয় ভগবানগোলা রেল স্টেশন। এখানে প্রায় গড়ে ১০০০০ লোকের সমাগম হতো দিনে। ভগবান গোলা র ১ নঃ ও ২ নঃ ব্লকের সাধারণ মানুষের একমাত্র গণপরিবহন মাধ্যম এই স্টেশন। মুর্শিদাবাদের সবচেয়ে ব্যস্ত স্টেশন গুলোর মধ্যে অন্যতম। প্রথম থেকেই ভালই জমজমাট ছিল এই স্টেশন। করোনা আবহ সৃষ্টি হবার পর এর রূপ এখন একদম ই অন্য রকম। নির্জন একটা জায়গা য় রূপান্তরিত হয়েছে। এখানে এখন সকাল সন্ধ্যা কিছু লোকের শরীরচর্চা আর আড্ডা ছাড়া কিছুই দেখা যায় না। দুটো করে জিআরপিএফ বসে স্টেশন চত্বর পাহারা দেয়। হ্যাঁ এটাই সেই স্টেশন যেখান থেকে বহু লোক প্রত্যেকদিন তাদের কর্মক্ষেত্রের শুভারম্ভ করতো। এখন সেটা জনহীন জড়বস্তু তে পরিণত হয়েছে। বহু যাত্রীর টিকেট না কাটতে পারা , ট্রেন মিস করা আর দেখা যায় না। বিশেষ করে সকাল ৮.৫০ এর ট্রেন টা কে খুব মনে পড়ে। সব কিছু যেন থমকে গেছে। তবুও আশা রাখছি আবার ব্যস্ততার জীবন শুরু হবে, আবার সবাইকে ছুটতে দেখবো।